Histrory General Knowladge Part - 36
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৭৯৩। দিল্লির সিংহাসনে শূর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন
?
উঃ- শেরশাহ।
৭৯৪। শেরশাহের প্রকৃত
নাম কি ?
উঃ- ফরিদ খাঁ শূর।
৭৯৫। ‘জিলিল্লাহ’ কার
উপাধি ছিল ?
উঃ- গিয়াসউদ্দিন বলবনের।
৭৯৬। কোন শব্দ থেকে মোগল
শব্দের উৎপত্তি হয়েছে ?
উঃ- মোঙ্গল শব্দ থেকে।
৭৯৭। 'হুমায়ুননামা'
কার রচনা ?
উঃ- গুলবদন বেগমের।
৭৯৮। বাবরের পিতৃরাজ্য
কোথায় ছিল ?
উঃ- মধ্য এশিয়ার ফরগনায়।
৭৯৯। শেরশাহ কত বছর রাজত্ব
করেন ?
উঃ- পাঁচ বছর।
৮০০। 'সড়ক-ই-আজম' কে
নির্মাণ করেন ?
উঃ- শেরশাহ।
৮০১। ঘোড়ার পিঠে চড়ে
ডাকব্যবস্থার প্রথম প্রচলন কে করেন ?
উঃ- শেরশাহ।
৮০২। শেরশাহের হিন্দু
সেনাপতির নাম কি ?
উঃ- ব্রহ্মজিৎ গৌড়।
৮০৩। কে পাট্টা কবুলিয়তপ্রথার
প্রবর্তন করেন ?
উঃ- শেরশাহ।
৮০৪। 'রোটাস দুর্গ' ও
'পুরানা কিল্লা' কে নির্মাণ করেন ?
উঃ- শেরশাহ।
৮০৫। শেরশাহের প্রবর্তিত রুপোর মুদ্রাকে কি বলা হত ?
উঃ- রুপি।
৮০৬। হলদিঘাটের যুদ্ধ
কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১৫৭৬ খ্রিস্টাব্দে।
৮০৭। শেরশাহের মৃত্যু
কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১৫৪৫ খ্রিস্টাব্দে।
৮০৮। আকবরের কোথায় জন্ম
হয় ?
উঃ- অমরকোটে।
৮০৯। শেরশাহের মৃত্যু
কোথায় হয় ?
উঃ- কালিঞ্জর দুর্গে।
৮১০। আকবরের প্রকৃত নাম
কি ছিল ?
উঃ- জালালউদ্দিন মোহম্মদ।
৮১১। 'বিক্রমজিৎ' উপাধি
কে ধারণ করেন ?
উঃ- হিমু বা হেমচন্দ্র।
৮১২। আকবরের মাতার নাম
কি ছিল ?
উঃ- হামিদাবানু বেগম।
৮১৩। গন্ডোয়ানা রাজ্য
কোথায় অবস্থিত ?
উঃ- মধ্যপ্রদেশে।
৮১৪। গন্ডোয়ানা রাজ্যের
রানী কে ছিলেন ?
উঃ- দুর্গাবতী।
৮১৫। রানা প্রতাপ সিংহের
বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল ?
উঃ- চৈতক।
৮১৬। আকবর প্রবর্তিত
নতুন ধর্মমতের নাম কি ?
উঃ- দীন-ই-ইলাহি।
৮১৭। 'দীন-ই-ইলাহি' মত
গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন ?
উঃ- বীরবল।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here