Latest

Sunday, February 6, 2022

Histrory General Knowladge Part - 34 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৩৪ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 34

Histrory General Knowladge Part - 34
Histrory General Knowladge

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 34 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৩৪ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৭৪৩  ‘তারিখ-ই-ফিরোজশাহি’ গ্রন্থটি কার রচনা ?

উঃ- জিয়াউদ্দিন বারনির।

৭৪৪। ‘সিরাত-ই-ফিরোজশাহি’ গ্রন্থটি কার রচনা ?

উঃ- জিয়াউদ্দিন বারনির।

৭৪৫। মোহম্মদ ঘোরির বিশ্বস্ত অনুচর কে ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৪৬। ‘মালিক’ উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৪৭। দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৪৮। দিল্লির সুলতান বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৪৯। কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেন ?

উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে।

৭৫০। 'লাখবক্স' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৫১। দিল্লির সুলতানি বংশ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে।

৭৫২। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ইলতুতমিস।

৭৫৩। ইলতুতমিসের রাজত্বকালে কোন মোগল নেতা ভারত সীমান্তে উপস্থিত হন ?

উঃ- চেঙ্গিজ খাঁ।

৭৫৪। দিল্লির কোন সুলতান নিজেকে খালিফার সেনাপতি বলে উল্লেখ করেন ?

উঃ- ইলতুতমিস।

৭৫৫। দিল্লির কোন সুলতান ইক্তাপ্রথার প্রচলন করেন ?

উঃ- ইলতুতমিস।

৭৫৬। দিল্লির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির জন্য কে দিল্লির নাম 'হজরত-ই-দিল্লি' রেখেছিলেন ?

উঃ- ইলতুতমিস।

৭৫৭। দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ?

উঃ- রাজিয়া।

৭৫৮। রাজিয়া কত বছর রাজত্ব করেছিলেন ?

উঃ- চার বছর।

৭৫৯। রাজিয়া কাকে বিবাহ করেছিলেন ?

উঃ- আলতুনিয়াকে।

৭৬০। কুতুবমিনারের কাজ কে শেষ করেন ?

উঃ- ইলতুতমিস।

৭৬১। কুতুবমিনারের কাজ কে শুরু করেন ?

উঃ- কুতুবউদ্দিন আইবক।

৭৬২। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন ?

উঃ- সুলতান মামুদ।

৭৬৩। রাজা জয়পাল কোন বংশের রাজা ছিলেন ?

উঃ- শাহী বংশীয়।

৭৬৪। ‘শাহনামা’ গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- ফিরদৌসি।

৭৬৫। চান্দোয়ারের যুদ্ধে কে পরাজিত হন ?

উঃ- জয়চাঁদ।

৭৬৬। ‘আইবক’ শব্দের অর্থ কি ?

উঃ- দাস।

৭৬৭। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন ?

উঃ- আলাউদ্দিন খলজি।

৭৬৮। কোন সুলতানকে ‘খামখেয়ালি রাজা’ বলা হয় ?

উঃ- মোহম্মদ-বিন-তুঘলককে।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here