Latest

Thursday, January 6, 2022

Life Science Respiration System Part - 1 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ১

 Life Science Respiration System Part - 1

Life Science Respiration System Part - 1
Life Science Respiration System

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Respiration System Part - 1 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ১

বন্ধুরা জীবন বিজ্ঞানের শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

১) শ্বসন কী ধরনের বিপাক ক্রিয়া ?

উঃ- অপচিতিমূলক বিপাক ক্রিয়া ।

২) Respiration বা শ্বসন শব্দটি কোথা থেকে এসেছে ?

উঃ-  ল্যাটিন শব্দ Respirarer(শ্বাসকার্য) থেকে।

৩) শ্বসন কোথায় হয় ?

উঃ- প্রতিটি সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়।

৪) শ্বসন কখন হয়?

উঃ- দিবারাত্র সর্বদা( প্রাণী ও উদ্ভিদ উভয়েরই)।

৫) কোষের শক্তিঘর কাকে বলে ?

উঃ- মাইটোকন্ড্রিয়াকে।

৬) শ্বসন কয় প্রকার ও কী কী ?

উঃ- দুই প্রকার – (ক) সবাত শ্বসন

                      (খ) অবাত শ্বসন

৭) কাঁচা সব্জী বা ফল ফ্রিজে রাখলে বেশিদিন সতেজ থাকে কেন ?

উঃ- ঠান্ডায় শ্বসনের হার ধীর হয় বলে।

৮) সবাত শ্বসন কোষের কোথায় হয় ?

উঃ-  সাইটোপ্লাজম (গ্লাইকোলাইসিস হয়) ও মাইটোকন্ড্রিয়া (কেশব চক্র)।

৯) সবাত শ্বসনে কত অনু ATP তৈরী হয় ?

উঃ- ৩৮ অনু।

১০) অবাত শ্বসন কোষের কোথায় হয় ?

উঃ- অবাত শ্বসন কোষের সাইটোপ্লাজমে হয়।

১১) এক গ্রাম অনু গ্লুকোজ সম্পূর্ণ রূপে জারিত হলে কত কিল ক্যালরি তাপশক্তি উৎপন্ন হয়?

উঃ- ৬৮৬ কিল ক্যালরি। 

১২) হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কী ?

উঃ- লোহা।

১৩) কোষের কোন সুনির্দিষ্ট অঙ্গানুর মধ্যে শ্বসনকার্য সম্পন্ন হয় ?

উঃ- মাইটোকন্ড্রিয়া।

১৪) কোন প্রকার শ্বসনে CO2 উৎপন্ন হয় না ?

উঃ- প্রাণীর অবাত শ্বসনে।

১৫) উদ্ভিদেহে কখন অবাত স্বসন হয় ?

উঃ-  বীজের অঙ্কুরোদগম ও ফুলফোটার সময়।


PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here