Latest

Wednesday, January 5, 2022

Life Science Photosynthesis Part - 4 || জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ পর্ব - ৪ || Free PDF Downlaod

 Life Science Photosynthesis Part - 4

Life Science Photosynthesis Part - 4
Life Science Photosynthesis


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Life Science Photosynthesis Part - 4 || জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ পর্ব - ৪ || Free PDF Downlaod 
বন্ধুরা জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

৪৬) কেলভিন সালোকসংশ্লেষ পদ্ধতি কে আবিষ্কার করেন ?

উঃ- বিজ্ঞানী মেলভিন (এর জন্য নোবেল পুরস্কার পান)।

৪৭) হিল বিকারক কাকে বলে ?

উঃ- NADP কে।

৪৮) NADP - এর পুরো নাম কী ?

উঃ- নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোরোটাইড ফসফেট।

৪৯) ADP এর পুরো নাম কী ?

উঃ- অ্যাডিনোশিন ডাই ফসফেট।

৫০) PGA এর পুরো নাম কী ?

উঃ- ফসফো গ্লিসারিক অ্যাসিড।

৫১) পেট্রোলিয়াম উদ্ভিদ কাদের বলে ?

উঃ- তরুক্ষীর যুক্ত উদ্ভিদ গুলিকে।

৫২) সালোকসংশ্লেষের কোন দশায় জলের প্রয়োজন ?

উঃ- আলোক দশায়।

৫৩) সালোকসংশ্লেষের কোন দশায় CO2 এর প্রয়োজন ?

উঃ- অন্ধকার দশায়।

৫৪) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অন্তিম বস্তুটি কী ?

উঃ- গ্লুকোজ।

৫৫) সালেকসংশ্লেষণ এর বিক্রিয়া:- 

6CO2+12H2O+ তাপ C6H12O6+6H2O+6O2

গাছ যে যে স্থানের সাহায্যে সালোকসংশ্লেষ করতে পারে -

স্থান গাছের নাম
পাতা আম, বট, কাঁঠাল ইত্যাদি
মূল গুলঞ্চ, পটল, অর্কিড(বায়বীয় মূল)
কান্ড ফনিমনসা, পুঁই, বাজবরণ
দল কণ্ঠালিচাঁপা, আতা
বৃতি ফুলের সবুজ বৃতি (জবা)
ত্বক কাঁচা ফলের সবুজ ত্বক


PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।