Life Science Photosynthesis Part - 4
![]() |
Life Science Photosynthesis |
৪৬) কেলভিন সালোকসংশ্লেষ পদ্ধতি কে আবিষ্কার
করেন ?
উঃ- বিজ্ঞানী মেলভিন (এর জন্য নোবেল পুরস্কার পান)।
৪৭) হিল বিকারক কাকে বলে ?
উঃ- NADP কে।
৪৮) NADP - এর পুরো নাম কী ?
উঃ- নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোরোটাইড
ফসফেট।
৪৯) ADP এর পুরো নাম কী ?
উঃ- অ্যাডিনোশিন ডাই ফসফেট।
৫০) PGA এর পুরো নাম কী ?
উঃ- ফসফো গ্লিসারিক অ্যাসিড।
৫১) পেট্রোলিয়াম উদ্ভিদ কাদের বলে ?
উঃ- তরুক্ষীর যুক্ত উদ্ভিদ গুলিকে।
৫২) সালোকসংশ্লেষের কোন দশায় জলের প্রয়োজন
?
উঃ- আলোক দশায়।
৫৩) সালোকসংশ্লেষের কোন দশায় CO2
এর প্রয়োজন ?
উঃ- অন্ধকার দশায়।
৫৪) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অন্তিম বস্তুটি
কী ?
উঃ- গ্লুকোজ।
৫৫) সালেকসংশ্লেষণ এর বিক্রিয়া:-
6CO2+12H2O+ তাপ → C6H12O6+6H2O+6O2
গাছ যে যে স্থানের সাহায্যে সালোকসংশ্লেষ করতে পারে -
স্থান | গাছের নাম |
---|---|
পাতা | আম, বট, কাঁঠাল ইত্যাদি |
মূল | গুলঞ্চ, পটল, অর্কিড(বায়বীয় মূল) |
কান্ড | ফনিমনসা, পুঁই, বাজবরণ |
দল | কণ্ঠালিচাঁপা, আতা |
বৃতি | ফুলের সবুজ বৃতি (জবা) |
ত্বক | কাঁচা ফলের সবুজ ত্বক |
PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।