Life Science Pusti Bipak Paripak Part - 3
![]() |
Life Science Pusti Bipak Paripak |
৩১) ভিটামিন ‘B1’ - এর কয়েকটি
উৎস লেখ।
উঃ-
লাল আটা, ঢেঁকিছাটা চাল, গম, ইত্যাদি।
৩২) মুখে ও জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে
?
উঃ- ভিটামিন ‘B12’ - এর অভাবে।
৩৩) আমলকি ও লেবু কোন ভিটামিনের উৎকৃষ্ট উৎস
?
উঃ- ভিটামিন ‘C’- এর ।
৩৪) ক্যালসিয়ামের অভাবে বয়স্কদের কোন রোগ
হয় ?
উঃ- অস্টিওম্যালেসিয়া।
৩৫) বন্ধ্যাত্ব রোধে সহায়ক কোন ভিটামিন ?
উঃ- ভিটামিন ‘E’ ।
৩৬) রক্ততঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন ?
উঃ- ভিটামিন ‘K’ ।
৩৭) অন্ত্রে ঘা ও চর্মরোগ হয় কোন ভিটামিনের
অভাবে ?
উঃ- ভিটামিন ‘B3’- এর অভাবে।
৩৮) প্রাণী ও উদ্ভিদের গঠন ও পুষ্টির জন্য অপরিহার্য মৌল(0.1gm/day) গুলি কী কী ?
উঃ- C, H, O, P, K, N, S, Ca, Fe, Mg।
৩৯) প্রাণী ও উদ্ভিদের গঠন ও পুষ্টির জন্য
স্বল্পমাত্রায় প্রয়োজনীয় মৌল(0.01gm/day) গুলি কী কী ?
উঃ- Zn, Fe, Cu, I ।
৪০) শ্বেতসার ভঙ্গকারী উৎসেচকের নাম কী ?
উঃ- অ্যামাইলেজ।
৪২) প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম কী ?
উঃ- পেপসিন।
৪৩) ফ্যাট ভঙ্গকারী উৎসেচকের নাম কী ?
উঃ- লাইপেজ।
৪৪) শর্করা পরিপাকের ফলে কী তৈরী হয় ?
উঃ- গ্লুকোজ।
৪৫) ফ্যাট পরিপাকের ফলে কী তৈরী হয় ?
উঃ- ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন।