Daily Bengali Current Affairs 7th May 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই মে ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি সরকার উন্নত সংযোগের জন্য কোথায় গ্রিনফিল্ড বিমানবন্দর করার অনুমোদন দিয়েছে ?
(ক) কোটা
(খ) পুরী
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয় ।
২। সম্প্রতি “'International No Diet Day” কবে পালিত হয়েছে ?
(ক) ২রা মে
(খ) ৪ঠা মে
(গ) ৬ই মে
(ঘ) ৫ই মে ।
৩। সম্প্রতি NFDC-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) প্রতীক শর্মা
(খ) পুনম গুপ্তা
(গ) প্রকাশ মগদুম
(ঘ) কেউই নয় ।
৪। সম্প্রতি, কোন রাজ্য সরকার ৫ই মে কে ব্যবসায়ী দিবস হিসাবে ঘোষণা করেছে ?
(ক) পাঞ্জাব
(খ) গুজরাট
(গ) তামিলনাড়ু
(ঘ)
উত্তরপ্রদেশ ।
৫। সম্প্রতি কে ISA এর 123তম সদস্য হয়েছেন ?
(ক) অ্যাঙ্গোলা
(খ) মরক্কো
(গ) পেরু
(ঘ) কোনটিই নয় ।
৬। সম্প্রতি
কে “ভারত টেলিকম 2025”-এর
22তম সংস্করণের উদ্বোধন করেছেন ?
(ক) পীযূষ গয়াল
(খ) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
(গ) আদিত্য ভার্মা
(ঘ) ডাঃ এস জয়শঙ্কর ।
৭। কোন রাজ্য সরকার সম্প্রতি নতুন আবগারি নীতি অনুমোদন করেছে ?
(ক) উত্তরপ্রদেশ
(খ) গুজরাট
(গ) হরিয়ানা
(ঘ) মহারাষ্ট্র ।
৮। সম্প্রতি
ভারত এবং কোন দেশ HADR অনুশীলনের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার
করেছে ?
(ক) চীন
(খ) আমেরিকা
(গ) মালদ্বীপ
(ঘ)
নামিবিয়া ।
৯। সম্প্রতি
আর্চারি বিশ্বকাপ 2025 কোথায় শুরু হয়েছে ?
(ক) রোম
(খ) মনীলা
(গ) সাংহাই
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি
কোন দেশের প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু পদত্যাগ করেছেন ?
(ক) সুদান
(খ) রোমানিয়া
(গ) রাশিয়া
(ঘ) চীন ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।