Daily Bengali Current Affairs 1st May 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা মে ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি প্রকাশিত SIPRI রিপোর্ট অনুযায়ী, কোন দেশ সবচেয়ে বেশি সামরিক ব্যয় করে ?
(ক) ভারত
(খ) রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) চীন ।
২। সম্প্রতি
কবে আয়ুষ্মান ভারত দিবস পালিত হয়েছে ?
(ক) ২রা মে
(খ) ১লা মে
(গ) ৩০ শে এপ্রিল
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
আসন্ন এশিয়ান গেমস-2026 কোথায় অনুষ্ঠিত হবে ?
(ক) ভারত
(খ) ফ্রান্স
(গ) জাপান
(ঘ) স্পেন ।
৪। সম্প্রতি
কোন রাজ্য সরকার EV এর জন্য টোল ট্যাক্সে ছাড় ঘোষণা করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) মহারাষ্ট্র
(ঘ)
উত্তরপ্রদেশ ।
৫। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন
দেশের বিজয় দিবসের কুচকাওয়াজে ভারতের প্রতিনিধিত্ব করবেন ?
(ক) রাশিয়া
(খ) ফ্রান্স
(গ) জার্মানি
(ঘ) ইউক্রেন ।
৬। সম্প্রতি
কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতীয় মহিলাদের ক্ষমতায়নের জন্য কে “এ আই কিরণ” উদ্যোগ চালু করেছে ?
(ক) Amazon
(খ) Facebook
(গ) Google
(ঘ) Meta India ।
৭। KYC যাচাইকরণ সহজ করতে সম্প্রতি ইন্ডিয়া পোস্ট
কার সাথে অংশীদারিত্ব করেছে ?
(ক) অ্যাক্সিস ব্যাঙ্ক
(খ) BOB
(গ) SBI মিউচুয়াল ফান্ড
(ঘ) PNB ।
৮। সম্প্রতি
আলোচনায় থাকা “SACHET” অ্যাপটি কোন সংস্থা তৈরি করেছে ?
(ক) ভারতীয় আবহাওয়া বিভাগ
(খ) নীতি আয়োগ
(গ) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
(ঘ)
এদের কেউই নয় ।
৯। সম্প্রতি ‘জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা বোর্ড’-এর প্রধান নিযুক্ত হয়েছেন কে ?
(ক) অরুণ সিংগাল
(খ) এস আইয়ার
(গ) অলোক যোশী
(ঘ) দেবেন্দ্র কুমার শর্মা ।
১০। সম্প্রতি
“কমলা প্রসাদ-বিসেসর” কোথায় প্রধানমন্ত্রী হয়েছেন ?
(ক) ফিলিপাইন
(খ) ত্রিনিদাদ ও টোবাগো
(গ) কেনিয়া
(ঘ) কানাডা ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।