Daily Bengali Current Affairs 17th April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি G20 অর্থমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) মাদ্রিদ
(খ) বেঙ্গালুরু
(গ) ওয়াশিংটন ডিসি
(ঘ) মিশর ।
২। সম্প্রতি “দ্য গ্রেট ব্যাঙ্ক ডাকাতি: এনপিএস স্ক্যাম
অ্যান্ড দ্য ফিউচার অফ রেগুলেশন” বইটি কে লিখেছেন ?
(ক) বিমল কাপুর
(খ) হুসাইন জাইদি
(গ) ভি পট্টাভি রাম
(ঘ) আরসি ভার্গব ।
৩। সম্প্রতি কবে থেকে “সেভ এলিফ্যান্ট ডে” পালিত হয়েছে ?
(ক) ১৫ এপ্রিল
(খ) ১৪ এপ্রিল
(গ) ১৬ এপ্রিল
(ঘ) ১৭ এপ্রিল ।
৪। সম্প্রতি কোথা থেকে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি পতাকাবাহী
হয়েছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) পুনে
(গ) নতুন দিল্লি
(ঘ) নাসিক ।
৫। সম্প্রতি কানারা ব্যাঙ্ক এবং ভারত বিল পে কোন দেশে ভারতীয়
প্রবাসীদের জন্য ক্রস বর্ডার বিল পরিশোধের জন্য চুক্তি করেছে ?
(ক) ওমান
(খ) সিরিয়া
(গ) আমেরিকা
(ঘ) মিশর ।
৬। সম্প্রতি সুতলজ জল বিদ্যুত নিগম কোন দেশে 669 মেগাওয়াট
লোয়ার অরুণ হাইড্রো প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে ?
(ক) মিশর
(খ) শ্রীলংকা
(গ) ভুটান
(ঘ) নেপাল ।
৭। সম্প্রতি NHAI FASTag ভিত্তিক পেমেন্ট
সিস্টেম চালু করেছে কোথায় বনের প্রবেশ পয়েন্টে ?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) তেলেঙ্গানা
(ঘ) মেঘালয় ।
৮। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি কোন দেশে
চার দিনের সরকারি সফরে গেছেন ?
(ক) শ্রীলংকা
(খ) মিশর
(গ) ক্রোয়েশিয়া
(ঘ) ইউক্রেন ।
৯। সাম্প্রতিক UNCTAD রিপোর্ট অনুসারে, 2023 সালের আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির কত
শতাংশ অনুমান করা হয়েছে ?
(ক) 5.8%
(খ) 6.4%
(গ) 06%
(ঘ) 2.4%
।
১০। কোন IIT সম্প্রতি উদ্ভাবনের উপর ফোকাস করার জন্য প্রতিরক্ষা PSU-এর সাথে অংশীদারিত্ব করেছে?
(ক) IIT Delhi
(খ) IIT Mumbai
(গ) IIT Madras
(ঘ) IIT Kanpur ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই এপ্রিল ২০২৩ দেখুন ।