Latest

Friday, October 7, 2022

Daily Bengali Current Affairs 7th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ইঅক্টোবর ২০২২

 Daily Bengali Current Affairs 7th October 2022



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 7th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ইঅক্টোবর ২০২২

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি, কোন রাজ্যের আউলি মিলিটারি স্টেশনে প্রতিরক্ষামন্ত্রী “শাস্ত্র পূজা” করেছেন ?

(ক) হিমাচল প্রদেশ    

(খ) গুজরাট    

(গ) উত্তরাখণ্ড    

(ঘ) পশ্চিমবঙ্গ  

২। 2029 সালের এশিয়ান শীতকালীন গেমস কে হোস্ট করবে ?

(ক) স্পেন     

(খ) অস্ট্রেলিয়া     

(গ) সৌদি আরব     

(ঘ) দক্ষিন আফ্রিকা 

৩। সম্প্রতি ভারতের দ্বিতীয় “ন্যাশনাল মডেল বৈদিক স্কুল” কোথায় উদ্বোধন করা হয়েছে ?

(ক) মণিপুর     

(খ) বারাণসী    

(গ) পুরী   

(ঘ)  অযোধ্যা  

৪। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় পাহাড়কে  ST মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন ?

(ক) BOB  

(খ) উত্তরাখণ্ড   

(গ) জম্মু কাশ্মীর    

(ঘ) ICICI   

৫। সম্প্রতি “ফায়ার বোল্ট” এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছেন ?

(ক) Kiara Advani   

(খ) Kriti Sanon    

(গ) Ram Charan    

(ঘ) Deepika Padukone  

৬। সম্প্রতি কে “আল্ট্রাম্যান ইন্ডিয়া” খেতাব জিতেছেন ?

(ক) এম আর ভেরেলা    

(খ) অজয় শ্রীবাস্তব    

(গ) ললিত ভাসিন    

(ঘ)  কর্নেল স্বরূপ সিং

৭। কোন দেশ সম্প্রতি উপকূলীয় মহাকাশে একটি পরীক্ষা 'টাগ' চালু করেছে ?

(ক) ফ্রান্স    

(খ) অস্ট্রেলিয়া    

(গ) ইরান    

(ঘ) রাশিয়া  

৮। সম্প্রতি UAPA ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার কে হয়েছেন ?

(ক) অজয় শ্রীবাস্তব    

() দীক্ষিত জোশী   

(গ) দীনেশ কুমার   

(ঘ) সঞ্জীব কিশোর

৯। সম্প্রতি কে 2022 “দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল” পেয়েছেন ?

(ক) বিজয় জাসুজা    

(খ) এম আর ভেরেলা   

(গ) রক্সি কোল   

(ঘ) এন ব্যারিন্টোস  

১০। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সিইও কে হয়েছেন ?

(ক) এম আর ভেরেলা   

(খ) প্রবীণ ছাওদা    

(গ) দীক্ষিত জোশী    

(ঘ) মোহিত ভাটিয়া  

 

 

১১। সম্প্রতি NPCI ওমান দেশে RuPay ক্রেডিট কার্ড চালু করার জন্য চুক্তি করেছে ।

১২। সম্প্রতি রসায়নে 2022 সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ক্যারোলিন বার্তোজি, ব্যারি শার্পলেস, এবং মর্টেন মেল্ডল ।

১৩। সম্প্রতি বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ভারত দেশ ।


জকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুনDownload PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৬ই অক্টোবর ২০২২ দেখুন