Daily Bengali Current Affairs 26th October 2022
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 26th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে অক্টোবর ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোথায় 10 তম জাতীয় পেনকাক সিলাট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
করা হয়েছে ?
(ক) ইন্দোর
(খ) সুরাট
(গ) শ্রী নগর
(ঘ) ভোপাল ।
২। সম্প্রতি বঙ্গোপসাগরে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম “সিত্রাং” নাম
দিয়েছে কোন দেশ ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) স্পেন
(গ) থাইল্যান্ড
(ঘ)
ভারত ।
৩। সম্প্রতি কে 2022 “United States F1 Grand Prix” জিতেছে ?
(ক) সেবাস্তিয়ান ভেটেল
(খ) লুইস হ্যামিল্টন
(গ) ম্যাক্স ভার্স্টাপেন
(ঘ) ভালটেরি বোটাস ।
৪। সম্প্রতি জ্যাকসন গ্রিন কোন রাজ্যে সবুজ প্রকল্পের জন্য
22400 কোটি টাকা বিনিয়োগ করবে ?
(ক) গুজরাট
(খ) হরিয়ানা
(গ) রাজস্থান
(ঘ) মহারাষ্ট্র ।
৫। কোন দেশ সম্প্রতি চীনকে পেছনে ফেলে ভারতের তৃতীয়
বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে ?
(ক) নেদারল্যান্ড
(খ) নিউজিল্যান্ড
(গ) ভারত
(ঘ) অস্ট্রেলিয়া ।
৬। সম্প্রতি “From Dependence to Self Reliance” বইটি কে লিখেছেন
?
(ক) অরুণ বনসাল
(খ) নিরঞ্জন ওভাল
(গ) সোজার্ড মারিন
(ঘ) ডঃ বিমল জালান।
৭। কোন দেশ সম্প্রতি FATF দ্বারা “উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ” তালিকায়
অন্তর্ভুক্ত হয়েছে ?
(ক) শ্রীলংকা
(খ) শ্রী নগর
(গ) মায়ানমার
(ঘ) বাংলাদেশ ।
৮। কোন দেশ সম্প্রতি শীর্ষ 12 দাবা খেলার দেশের অন্তর্ভুক্ত হয়েছে
?
(ক) বাংলাদেশ
(খ) আমেরিকা
(গ) ভারত
(ঘ) পাকিস্তান ।
৯। সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক
সম্মেলন ?
(ক) লাদাখ
(খ) হিমাচল প্রদেশ
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) গুজরাট ।
১০। সম্প্রতি SJVN কোন রাজ্যে 75 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প
চালু করার ঘোষণা দিয়েছে ?
(ক) হিমাচল প্রদেশ
(খ) ইন্দোর
(গ) গুজরাট
(ঘ) উত্তর প্রদেশ ।
১১।
সম্প্রতি “জাতিসংঘ দিবস” পালিত হয়েছে ২৪শে অক্টোবর ।
১২। সম্প্রতি ভারতের
তৃতীয় প্যারিস 2024 অলিম্পিক কোটা জিতেছে স্বপ্নিল কুসলে ।
১৩। সম্প্রতি U-23 রেসলিং
চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন আমন সেহরাওয়াত ।
আজকের Daily Current
Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে অক্টোবর ২০২২ দেখুন ।