Daily Bengali Current Affairs 5th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি IOCL পেট্রোলিয়াম পণ্যের জরুরি সরবরাহের জন্য কোন
দেশের সাথে চুক্তি করেছে ?
(ক) আমেরিকা
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) ইংল্যান্ড ।
২। সম্প্রতি কে অয়েল ইন্ডিয়ার CMD হিসেবে দায়িত্ব নিয়েছেন ?
(ক) রাজর্ষি গুপ্তা
(খ) বিনীত শরণ
(গ) রঞ্জিত রথ
(ঘ) রবি কিষান টক্কর ।
৩। সম্প্রতি কোন সংস্থা প্যাকেজ বিতরণের জন্য ভারতীয় রেলওয়ের
সাথে চুক্তি করেছে ?
(ক) Flipkart
(খ) Amazon
(গ) Ajio
(ঘ) Meesho ।
৪। কোন রাজ্য সম্প্রতি “Chief Minister Equal Education
Relief, Assistance and Grant (Cheerag)” প্রকল্প চালু করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) উত্তরপ্রদেশ ।
৫। সম্প্রতি VI এর নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন ?
(ক) রবিন্দর টক্কর
(খ) নকুল জৈন
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) অমিত শাহ ।
৬। সম্প্রতি তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক কোথায় শুরু হয়েছে
?
(ক) কলকাতা
(খ) পুনে
(গ) দিল্লী
(ঘ) মুম্বাই ।
৭। “The Line: World’s First Vertical City” কোথায় স্থাপন করা
হবে ?
(ক) হকি
(খ) ফুটবল
(গ) সৌদি আরব
(ঘ) ক্রিকেট ।
৮। সম্প্রতি কে কেন্দ্রীয় গোয়েন্দা কমিশনার হিসেবে শপথ নিয়েছেন
?
(ক) জাপান
(খ) সিঙ্গাপুর
(গ) সুরেশ এন প্যাটেল
(ঘ) নেপাল ।
৯। কোন রাজ্য সম্প্রতি উদ্ভিজ্জ তেল আমদানিতে $ 19 বিলিয়ন কমাতে
পাম তেলের উপর বাজি ধরেছে ?
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) পশ্চিমবঙ্গ
(গ) তেলেঙ্গানা
(ঘ) বিহার ।
১০। পুরানো গাড়ির ঋণের জন্য কাগজবিহীন ঋণ দেওয়ার জন্য কোন ব্যাঙ্ক
সম্প্রতি Rupyy-এর সাথে অংশীদারিত্ব করেছে ?
(ক) PNB
(খ) SBI
(গ) IndusInd Bank
(ঘ) HDFC Bank ।
১২। সম্প্রতি ভারত এবং ফ্রান্স দেশের নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে একটি মহড়া করেছে ।