Daily Bengali Current Affairs 4th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি শিক্ষার প্রচারের জন্য “DreamSS 2022 Award” কে সম্মানিত
করা হয়েছে ?
(ক) সঞ্জয় আগরওয়াল
(খ) রাজ শুক্লা
(গ) সত্যনারায়ণ মুন্ডায়ুর
(ঘ) রাজশ্রী গুপ্তা ।
২। সম্প্রতি 44তম “দাবা অলিম্পিয়াড” কে জিতেছে ?
(ক) রাজ শুক্লা
(খ) বিনীত শরণ
(গ) তানিয়া সচদেব
(ঘ) রবি কিষান টক্কর ।
৩। সম্প্রতি পিঙ্গালি ভেঙ্কাইয়া-র 146 তম জন্মবার্ষিকী কবে পালিত
হয়েছিল ?
(ক) ৩ আগস্ট
(খ) ২ আগস্ট
(গ) ১ আগস্ট
(ঘ) ৪ আগস্ট ।
৪। সম্প্রতি কোন রাজ্যে ‘আদিপুরম ফেস্টিভ্যাল 2022’ পালিত হয়েছে
?
(ক) হিমাচল প্রদেশ
(খ) হরিয়ানা
(গ) তামিলনাড়ু
(ঘ) উত্তরপ্রদেশ ।
৫। সম্প্রতি 4র্থ ONGC প্যারা গেমস 2022 কে উদ্বোধন করেছেন ?
(ক) মিঃ হরদীপ সিং পুরী
(খ) অনুরাগ ঠাকুর
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) অমিত শাহ ।
৬। সম্প্রতি পাকিস্তানের প্রথম মহিলা হিন্দু উপ-পুলিশ সুপার কে
হয়েছেন ?
(ক) সত্যেন্দ্র প্রকাশ
(খ) বিনায়ক পাই
(গ) অক্ষয় মুন্দ্রা
(ঘ) মনীষা রোপেটা ।
৭। উইলিয়াম ফেলটন রাসেল সম্প্রতি মারা গেছেন, তিনি কোন খেলার
সাথে সম্পর্কিত ছিলেন ?
(ক) হকি
(খ) ফুটবল
(গ) বাস্কেটবল
(ঘ) ক্রিকেট ।
৮। সম্প্রতি কাকে PMO-তে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ?
(ক) লব আগরওয়াল
(খ) ভি কে পল
(গ) শ্বেতা সিং
(ঘ) রাজ শুক্লা ।
৯। সম্প্রতি ভারতের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে
কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) দীনেশ গুণবর্ধন
(খ) রবি কিষাণ টক্কর
(গ) আগস্ট তানো কুয়ামে
(ঘ) সঞ্জয় বারু ।
১০। সম্প্রতি কোন রাজ্যে “অপারেশন মুক্তি অভিযান” আবার শুরু হয়েছে
?
(ক) তেলেঙ্গানা
(খ) কর্ণাটক
(গ) উত্তরাখণ্ড
(ঘ) মহারাষ্ট্র ।
১২। কেরালা রাজ্য সম্প্রতি অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য ডিম ও দুধের প্রকল্প শুরু করেছে ।
১৩। সম্প্রতি অস্ট্রেলিয়া দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘পিচ ব্ল্যাক’ অনুশীলনে ভারত যোগ দেবে ।