Daily Bengali Current Affairs 1st June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। 17 তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কান্ট্রি অফ ফোকাস’
হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
(ক) নেপাল
(খ) শ্রীলংকা
(গ) বাংলাদেশ
(ঘ) চীন ।
২। কোন সংস্থা ‘বীমা রত্ন’ নামে একটি সঞ্চয় বীমা প্রকল্প চালু
করেছেন ?
(ক) HDFC Life Insurance
(খ) Bharti AXA Life Insurance
(গ) LIC
(ঘ) কোনটিই নয় ।
৩। ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ কবে পালিত হয় ?
(ক) ২৯ মে
(খ) ৩১ মে
(গ) ৩০ মে
(ঘ) ১ জুন ।
৪। অতি অসীম সুপার কম্পিউটার সম্প্রতি কোথায় চালু হয়েছে ?
(ক) IIT Kanpur
(খ) IIT Mumbai
(গ) IIT Gandhinagar
(ঘ) IIT Delhi ।
৫। সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ‘বুজার নিশানি’ মারা
গেছেন ?
(ক) মরক্কো
(খ) আলবেনিয়ান
(গ) সুদান
(ঘ) সুরাট ।
৬। ৮ম আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য হিসেবে কী ঘোষণা করা হয়েছে
?
(ক) স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম
(খ) প্রকৃতির জন্য যোগব্যায়াম
(গ) মানবতার জন্য যোগব্যায়াম
(ঘ) কোনটিই নয় ।
৭।
NARCL এর CEO হিসেবে কাকে নিযুক্ত করেছে ?
(ক) সঙ্গীতা সিং
(খ) নটরাজন সুন্দর
(গ) বন্দিতা শর্মা
(ঘ) প্রীতি শর্মা ।
৮। UNICEF কর্তৃক ইমিউনাইজেশন চ্যাম্পিয়ন পুরস্কার কে পেয়েছেন
?
(ক) RJ Heena
(খ) RJ Raunak
(গ) RJ Umar Nisar
(ঘ) কেউ নয় ।
৯। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী AAYU অ্যাপ চালু করেছেন ?
(ক) ওড়িশা
(খ) পশ্চিমবঙ্গ
(গ) কর্ণাটক
(ঘ) গোয়া ।
১০। সম্প্রতি প্রয়াত হলেন পদ্মানন্দ ঝা, কে ছিলেন তিনি ?
(ক) লেখক
(খ) গায়ক
(গ) সাংবাদিক
(ঘ) অভিনেতা ।
১২। সম্প্রতি, টাটা মোটরস গুজরাটে ফোর্ড ইন্ডিয়া প্ল্যান্ট কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here