Latest

Wednesday, June 15, 2022

Daily Bengali Current Affairs 15th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জুন ২০২২

 Daily Bengali Current Affairs 15th June 2022

Daily Bengali Current Affairs 15th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 15th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জুন  ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। কোন দেশ সম্প্রতি প্রতিটি সিগারেটের উপর একটি লিখিত সতর্কীকরণ চালু করেছে ?

(ক) ভারত     

(খ) আমেরিকা     

(গ) কানাডা     

(ঘ) জাপান  

২। কোন রাজ্য সম্প্রতি খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 শিরোপা জিতেছে ?

(ক) ব্যাঙ্গালোর       

(খ) তামিলনাড়ু       

(গ) হরিয়ানা      

(ঘ) মহারাষ্ট্র ।

৩। সম্প্রতি ‘বিশ্ব রক্তদাতা দিবস’ কবে পালিত হয়েছে ?

(ক) 16 জুন    

(খ) 14 জুন    

(গ) 13 জুন   

(ঘ) 15 জুন  

৪। কোন রাজ্য সরকার সম্প্রতি ফল সফটওয়্যার (Fruits software) চালু করেছে ?

(ক) উত্তরাখণ্ড   

(খ) পাঞ্জাব    

(গ) কর্ণাটক   

(ঘ) আসাম

৫। সম্প্রতি কোন দেশ ভারতীয় ভাঙ্গা চালের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে ?

(ক) সংযুক্ত আরব আমিরাত   

(খ) চীন    

(গ) বেলজিয়াম    

(ঘ) ব্রাজিল  

৬। সম্প্রতি কোথায় 38তম ভারত ইন্দোনেশিয়া সমন্বিত টহল শুরু হয়েছে ?

(ক) জাকার্তা    

(খ) মুম্বাই     

(গ) আন্দামান সাগর    

(ঘ) ব্যাঙ্গালোর  

৭। সম্প্রতি কে মে মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ?

(ক) অ্যাঞ্জেলো ম্যাথিউস    

(খ) তুবা হাসান   

(গ) উপরোক্ত উভয়   

(ঘ)  ইরম জাভেদ

৮। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার জো রুট টেস্ট ক্রিকেটে 10191 রান পূর্ণ করেছেন ?

(ক) ভারত    

() নিউজিল্যান্ড     

(গ) ইংল্যান্ড   

(ঘ) ওয়েস্ট ইন্ডিজ  

৯। সম্প্রতি কোন দেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে ?

(ক) মঙ্গোলিয়া    

(খ) চীন    

(গ) পাকিস্তান    

(ঘ) জার্মানি  

১০। হরিচাঁদ সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক) গায়ক    

(খ) লেখক    

(গ) রানার্স   

(ঘ) কবি

 

১১। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্প্রতি ই-গভর্নেন্স পরিষেবা সরবরাহের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ।
১২। সাম্প্রতিক অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমের অধীনে ৪ বছরের জন্য যুবকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে । 
১৩। ভারতের প্রথম সেন্ট্রালাইজড AC রেলওয়ে টার্মিনাল সম্প্রতি শুরু হয়েছে অমরাবতীতে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here