Latest

Thursday, May 5, 2022

Daily Bengali Current Affairs 5th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৫ই মে ২০২২

 Daily Bengali Current Affairs 5th May 2022

Daily Bengali Current Affairs 5th May 2022
Daily Bengali Current Affairs 5th May 2022
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 5th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৫ই মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। সন্তোষ ট্রফি 2022 এর শিরোপা কে জিতেছে ?
(ক) হরিয়ানা
(খ) পশ্চিমবঙ্গ
(গ) কেরালা
(ঘ) পাঞ্জাব ।

২। ইন্ডিগো এয়ারলাইন এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছে ?
(ক) অলকেশ কুমার শর্মা
(খ) রাহুল সিং
(গ) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(ঘ) সঙ্গীতা সিং ।

৩। ‘আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস’ কবে পালিত হয় ?
(ক) ১লা মে
(খ) ৪ঠা মে
(গ) ২রা মে
(ঘ) ৩রা মে ।

৪। কে আনুষ্ঠানিকভাবে অ্যামাজনের নতুন সিইও হবেন ?
(ক) সুমন বেরি
(খ) বি এস রাজু
(গ) অ্যান্ডি জ্যাসি
(ঘ) বিনয় মোহন কোয়াত্রা ।

৫। সম্প্রতি ইসরায়েলি দূতাবাস কোন IIT-এর সাথে মহিলা উদ্যোক্তাদের জন্য ছয় সপ্তাহের মেন্টরিং প্রোগ্রামের জন্য চুক্তি করেছে ?
(ক) IIT Kharagpur
(খ) IIT Delhi
(গ) IIT Kanpur
(ঘ) কিছুই না ।

৬। নিকোলাস পুরান কোন দেশের ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছেন ?
(ক) বাংলাদেশ
(খ) শ্রীলংকা
(গ) ওয়েস্ট ইন্ডিজ
(ঘ) নিউজিল্যান্ড ।

৭। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মুখ্যমন্ত্রী মিতান যোজনা’ চালু করেছেন ?
(ক) ওড়িশা
(খ) ছত্তিশগড়
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ঝাড়খণ্ড ।

৮। কোন রাজ্য সরকার মোবাইল ভেটেরিনারি স্বাস্থ্য পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে ?
(ক) মণিপুর
(খ) আসাম
(গ) ত্রিপুরা
(ঘ) পাঞ্জাব ।

৯। কোন রাজ্য সরকার নীরজ চোপড়ার নিজ শহরে একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছে ?
(ক) পাঞ্জাব
(খ) মহারাষ্ট্র
(গ) হরিয়ানা
(ঘ) উত্তরপ্রদেশ ।

১০। JioSaavn-এর নতুন সিইও কে হলেন ?
(ক) বিনয় মোহন কোয়াত্রা
(খ) তরুণ কাপুর
(গ) সাহাস মালহোত্রা
(ঘ) কেউ নয় ।

১১। 12 তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গোয়াতে ।
১২। ওড়িশা রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 804 কোটি টাকা ছেড়েছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here