Daily Bengali Current Affairs 28th May 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। শিক্ষা ক্ষেত্রে কোন রাজ্য SKOCH পুরস্কার পেয়েছে ?
(ক) কেরালা
(খ) কর্ণাটক
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) সিকিম ।
২। সম্প্রতি কার লেখা উপন্যাস “টম্ব অফ স্যান্ড” আন্তর্জাতিক বুকার
পুরস্কার পেয়েছে ?
(ক) সুধা মূর্তি
(খ) প্রীতি সেনয়
(গ) গীতাঞ্জলি সিং
(ঘ) রাসকিন বন্ড ।
৩। ১২তম গ্রীস আন্তর্জাতিক জাম্পিং মিটিংয়ে ভারতের লং জাম্পার
মুরালি শ্রীশঙ্কর কোন পদক জিতেছেন?
(ক) সিলভার
(খ) সোনা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
৪। কোন দেশ তার প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনা করবে ?
(ক) ভারত
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) বাংলাদেশ ।
৫। ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে ‘এক্সিলেন্স ইন সিনেমা’ পুরস্কারে
ভূষিত হয়েছেন কে ?
(ক) অক্ষয় কুমার
(খ) নওয়াজউদ্দিন সিদ্দিকী
(গ) হৃত্বিক রোশন
(ঘ) এদের কেউ নয় ।
৬। অক্সিজেন সাপোর্ট ছাড়াই মাউন্ট এভারেস্টে চড়া প্রথম ভারতীয়
মহিলা কে ?
(ক) বলজিৎ কৌর
(খ) শিবাঙ্গী সিং
(গ) পিয়ালী বসাক
(ঘ) প্রিয়াঙ্কা মোহিতে ।
৭।
কোন রাজ্য CFR অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য দ্বিতীয়
রাজ্য হয়ে উঠেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ছত্তিশগড়
(গ) ঝাড়খণ্ড
(ঘ) কর্ণাটক ।
৮। ভারতের প্রথম “ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল” কে উদ্বোধন করেন ?
(ক) আর কে মাথুর
(খ) মনোজ সিনহা
(গ) ডাঃ জিতেন্দ্র সিং
(ঘ) কেউ নয় ।
৯। সম্প্রতি ‘টুইটার’-এর পরিচালনা পর্ষদ থেকে কে পদত্যাগ করেছেন
?
(ক) পরাগ আগরওয়াল
(খ) সঞ্জীব বাজাজ
(গ) জ্যাক ডরসি
(ঘ) অ্যান্ডি জ্যাসি ।
১০। সম্প্রতি “সাত সনি” মারা গেছেন তিনি কে ছিলেন ?
(ক) গায়ক
(খ) অভিনেতা
(গ) সাংবাদিক
(ঘ) কবি ।
১২। 40তম প্রগতি সম্বাদের সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি ।
১৩। সম্প্রতি “আচিভার অফ ব্যাঙ্গালোর” পুরস্কার দেওয়া হয়েছে ডাঃ বিশ্ব কারিয়াপ্পাকে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here