Daily Bengali Current Affairs 26th May 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন দেশের রাষ্ট্রপতি জাপানে সমৃদ্ধির জন্য ইন্দো-প্যাসিফিক
ইকোনমিক ফ্রেমওয়ার্ক তৈরির ঘোষণা দিয়েছেন ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) ব্রিটেন
(গ) আমেরিকা
(ঘ) ফ্রান্স ।
২। কোন রাজ্য সরকার “ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ডেভেলপমেন্ট স্কিম”
চালু করেছে ?
(ক) কেরালা
(খ) আসাম
(গ) তামিলনাড়ু
(ঘ) কর্ণাটক ।
৩। ‘বিশ্ব থাইরয়েড সচেতনতা দিবস’ কবে পালিত হয় ?
(ক) ২২ মে
(খ) ২৫ মে
(গ) ২৩ মে
(ঘ) ২৪ মে ।
৪। ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে বঙ্গসাগর প্রকল্পের তৃতীয়
সংস্করণ শুরু হয়েছে ?
(ক) জাপান
(খ) চীন
(গ) শ্রীলংকা
(ঘ) বাংলাদেশ ।
৫। শিরুই লিলি ফেস্টিভ্যাল 2022-এর ৪র্থ সংস্করণ কোথায় শুরু হয়েছে
?
(ক) উত্তর প্রদেশ
(খ) মণিপুর
(গ) হরিয়ানা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৬। কোন রাজ্য সরকার পার-তাপি নর্মদা নদী সংযোগ প্রকল্প বাতিল করেছে
?
(ক) মহারাষ্ট্র
(খ) রাজস্থান
(গ) গুজরাট
(ঘ) আসাম ।
৭।
ভারতের প্রথম অলিম্পিক মূল্য শিক্ষা কার্যক্রম কোথায় শুরু
হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ওড়িশা
(গ) ঝাড়খণ্ড
(ঘ) কর্ণাটক ।
৮। সম্প্রতি কোন সংস্থা “মনিটর অন ওয়ার্ক অফ ওয়ার্ক” রিপোর্ট
প্রকাশ করেছে ?
(ক) NATO
(খ) WHO
(গ) ILO
(ঘ) ONGC ।
৯। কে JSW ওয়ান প্ল্যাটফর্মের CEO হয়েছেন ?
(ক) খুররম পারভেজ
(খ) সঞ্জীব বাজাজ
(গ) গৌরব সচদেবা
(ঘ) ফ্রাঙ্ক উইলকজেক ।
১০। সম্প্রতি কোন রাজ্যে ACME Solar 300 MW সৌর প্রকল্প শুরু করেছে
?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) কেরালা
(গ) রাজস্থান
(ঘ) ওড়িশা
।
১২। সম্প্রতি UNICEF সংস্থা চাইল্ড এলার্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ।
১৩। BRICS সংস্কৃত মন্ত্রীদের ৭তম সভায় ভারতের প্রতিনিধিত্ব করেন মীনাক্ষী লেখি ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here