Daily Bengali Current Affairs 24th April 2022
![]() |
Daily Bengali Current Affairs 24th April 2022 |
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 24th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৪শে এপ্রিল ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই
আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট
অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের
গুরুত্বপূর্ণ Daily Current
Affairs in Bengali গুলি
দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক
নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে
দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে
দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। নীতি আয়োগের নতুন ভাইস-চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) বিশ্বাস প্যাটেল
(খ) রাজেশ গোপীনাথ
(গ) ডাঃ সুমন কে বেরি
(ঘ) এলভি বৈদ্যনাথন।
২। কে 6 তম উদ্যোক্তা নেতৃত্ব পুরষ্কার 2022 এর সাথে সম্মানিত করা হয়েছে ?
(ক) বিজয় রাঘবন
২। কে 6 তম উদ্যোক্তা নেতৃত্ব পুরষ্কার 2022 এর সাথে সম্মানিত করা হয়েছে ?
(ক) বিজয় রাঘবন
(খ) বিকাশ কুমার
(গ) বিবেক লাল
(ঘ) মনোজ কুমার কাটিয়ার ।
৩। “বিশ্ব বই ও কপিরাইট দিবস” কবে পালিত হয় ?
(ক) 20 এপ্রিল
৩। “বিশ্ব বই ও কপিরাইট দিবস” কবে পালিত হয় ?
(ক) 20 এপ্রিল
(খ) 23 এপ্রিল
(গ) 22 এপ্রিল
(ঘ) 21 এপ্রিল ।
৪। ভারত কোন দেশকে অতিরিক্ত 500 মিলিয়ন ডলার দেবে ?
(ক) বাংলাদেশ
৪। ভারত কোন দেশকে অতিরিক্ত 500 মিলিয়ন ডলার দেবে ?
(ক) বাংলাদেশ
(খ) ইজরায়েল
(গ) শ্রীলংকা
(ঘ) আমেরিকা ।
৫। ন্যাটো কর্তৃক লকড শিল্ডস নামক সাইবার মহড়া কোথায় আয়োজিত হয় ?
(ক) ইজরায়েল
৫। ন্যাটো কর্তৃক লকড শিল্ডস নামক সাইবার মহড়া কোথায় আয়োজিত হয় ?
(ক) ইজরায়েল
(খ) এস্তোনিয়া
(গ) নেদারল্যান্ডস
(ঘ) আইভরি কোস্ট ।
৬। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ব্রিটিশ কোম্পানি জেসিবি-র কারখানা কোথায় উদ্বোধন করেছেন ?
(ক) মুম্বাই
৬। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ব্রিটিশ কোম্পানি জেসিবি-র কারখানা কোথায় উদ্বোধন করেছেন ?
(ক) মুম্বাই
(খ) বিজয়নগর
(গ) ভাদোদরা
(ঘ) পান্তনগর ।
৭। রাজীব ভার্মা নিচের কোনটির নতুন মুখ্য সচিব হয়েছেন ?
(ক) জম্মু ও কাশ্মীর
৭। রাজীব ভার্মা নিচের কোনটির নতুন মুখ্য সচিব হয়েছেন ?
(ক) জম্মু ও কাশ্মীর
(খ) পুদুচেরি
(গ) দিল্লী
(ঘ) পাঞ্জাব ।
৮। নতুন গ্লোবাল পিস অ্যাম্বাসাডর হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
(ক) জসলিন কোহলি
৮। নতুন গ্লোবাল পিস অ্যাম্বাসাডর হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
(ক) জসলিন কোহলি
(খ) মঞ্জু সিং
(গ) ববিতা সিং
(ঘ) পঙ্কজ সিং ।
৯। উইজডেন 5 “ক্রিকেটার্স অফ দ্য ইয়ার 2022”-এ কোন ভারতীয় ক্রিকেটারকে নাম দেওয়া হয়েছে ?
(ক) বিরাট কোহলি
৯। উইজডেন 5 “ক্রিকেটার্স অফ দ্য ইয়ার 2022”-এ কোন ভারতীয় ক্রিকেটারকে নাম দেওয়া হয়েছে ?
(ক) বিরাট কোহলি
(খ) হার্দিক পান্ডিয়া
(গ) রোহিত শর্মা
(ঘ) ঋষভ পন্ত ।
১০। ‘RBI’ কোন ব্যাঙ্কের উপর 36 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে ?
(ক) HDFC Bank
১০। ‘RBI’ কোন ব্যাঙ্কের উপর 36 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে ?
(ক) HDFC Bank
(খ) SBI
(গ) Central Bank of India
(ঘ) Axis Bank ।
১১। ভারতের হজ কমিটির নতুন চেয়ারম্যান হলেন আবদুল্লাহকুট্টি ।
১২। আংশু মালিক “এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ”-এ সিলভার পদক জিতেছেন।
১৩। সম্প্রতি বিশ্বব্যাংক ২০২২ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.১% থেকে কমিয়ে ৩.২ % করেছে।
১৪। টিকিটিং সিস্টেমের ডিজিটালাইজেশন প্রচারের জন্য ভারতের প্রথম ‘ডিজিটাল বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে মুম্বাই - এ।
১১। ভারতের হজ কমিটির নতুন চেয়ারম্যান হলেন আবদুল্লাহকুট্টি ।
১২। আংশু মালিক “এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ”-এ সিলভার পদক জিতেছেন।
১৩। সম্প্রতি বিশ্বব্যাংক ২০২২ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.১% থেকে কমিয়ে ৩.২ % করেছে।
১৪। টিকিটিং সিস্টেমের ডিজিটালাইজেশন প্রচারের জন্য ভারতের প্রথম ‘ডিজিটাল বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে মুম্বাই - এ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download Here ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download Here ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download Here ।