Daily Bengali Current Affairs 22th April 2022
![]() |
Daily Bengali Current Affairs 22th April 2022 |
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 22th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২২শে এপ্রিল ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই
আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট
অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের
গুরুত্বপূর্ণ Daily Current
Affairs in Bengali গুলি
দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক
নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে
দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে
দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
(ক) ইজরায়েল
(খ) বাংলাদেশ
(গ) নেদারল্যান্ডস
(ঘ) ভারত ।
২। ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় শুরু হয়েছে ?
(ক) হরিয়ানা
২। ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় শুরু হয়েছে ?
(ক) হরিয়ানা
(খ) দিল্লী
(গ) আসাম
(ঘ) কেরালা ।
৩। “জাতীয় বেসামরিক সেবা দিবস” কবে পালিত হয় ?
(ক) 18 এপ্রিল
৩। “জাতীয় বেসামরিক সেবা দিবস” কবে পালিত হয় ?
(ক) 18 এপ্রিল
(খ) 21 এপ্রিল
(গ) 19 এপ্রিল
(ঘ) 20 এপ্রিল ।
৪। পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ‘সরমত’ সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ ?
(ক) বাংলাদেশ
৪। পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ‘সরমত’ সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ ?
(ক) বাংলাদেশ
(খ) ইজরায়েল
(গ) রাশিয়া
(ঘ) ভারত ।
৫। “স্মৃতি হান্ডা” কোন সংস্থা চিফ রিসোর্স অফিসার হিসেবে নিযুক্ত করেছেন ?
(ক) PhonePe
৫। “স্মৃতি হান্ডা” কোন সংস্থা চিফ রিসোর্স অফিসার হিসেবে নিযুক্ত করেছেন ?
(ক) PhonePe
(খ) BharatPe
(গ) Google Pay
(ঘ) Whatsapp Pay ।
৬। গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কোথায় শুরু হয়েছে ?
(ক) দিল্লী
৬। গুরুজি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কোথায় শুরু হয়েছে ?
(ক) দিল্লী
(খ) মুম্বাই
(গ) ঝাড়খণ্ড
(ঘ) পুনে ।
৭। বিভিন্ন ভাষা শেখানোর জন্য ডিজিটাল অনলাইন লাইব্রেরি ‘ই কিতাব কোশ’ কোথায় চালু করা হয়েছে ?
(ক) কেরালা
৭। বিভিন্ন ভাষা শেখানোর জন্য ডিজিটাল অনলাইন লাইব্রেরি ‘ই কিতাব কোশ’ কোথায় চালু করা হয়েছে ?
(ক) কেরালা
(খ) জম্মু ও কাশ্মীর
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।
৮। প্রকাশিত হারুন গ্লোবাল হেলথকেয়ার রিচ লিস্ট 2022-এর শীর্ষে কে ?
(ক) Li Ziting
৮। প্রকাশিত হারুন গ্লোবাল হেলথকেয়ার রিচ লিস্ট 2022-এর শীর্ষে কে ?
(ক) Li Ziting
(খ) Thomas Frist Jr.
(গ) Cyrus S Poonawalla
(ঘ) কেউ নয় ।
৯। কে ডিজিট ইন্স্যুরেন্সের নতুন এমডি এবং সিইও হয়েছেন ?
(ক) শান্তি শেঠি
৯। কে ডিজিট ইন্স্যুরেন্সের নতুন এমডি এবং সিইও হয়েছেন ?
(ক) শান্তি শেঠি
(খ) মুকেশ কমলম
(গ) জসলিন কোহলি
(ঘ) প্রভা নরসিংহন ।
১০। কোন দেশের ক্রিকেটার কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ?
(ক) ইংল্যান্ড
১০। কোন দেশের ক্রিকেটার কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ?
(ক) ইংল্যান্ড
(খ) নিউজিল্যান্ড
(গ) ওয়েস্ট ইন্ডিজ
(ঘ) বাংলাদেশ ।
১১। কর্ণাটকের নির্মাণাধীন শিবমোগা বিমানবন্দরের নাম ‘বি এস ইয়েদিউরপ্পা’ এর নামে রাখা হবে ।
১২। Scorpene-শ্রেণীর সাবমেরিন ‘Vagsheer’ উদ্বোধন করা হয় মুম্বাই – এ ।
১৩। ATP 1000 মন্টে কার্লো মাস্টার্স 2022 টেনিস টুর্নামেন্ট জিতেছেন স্টেফানোস সিটসিপাস ।
১১। কর্ণাটকের নির্মাণাধীন শিবমোগা বিমানবন্দরের নাম ‘বি এস ইয়েদিউরপ্পা’ এর নামে রাখা হবে ।
১২। Scorpene-শ্রেণীর সাবমেরিন ‘Vagsheer’ উদ্বোধন করা হয় মুম্বাই – এ ।
১৩। ATP 1000 মন্টে কার্লো মাস্টার্স 2022 টেনিস টুর্নামেন্ট জিতেছেন স্টেফানোস সিটসিপাস ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download Here