Latest

Thursday, April 21, 2022

Daily Bengali Current Affairs 21st April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 21st April 2022

Daily Bengali Current Affairs 21st April 2022


Daily Bengali Current Affairs 21st April 2022

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 21st April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে এপ্রিল ২০২২ 

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। সম্প্রতি সুখোই যুদ্ধবিমান থেকে ভারতীয় বিমান বাহিনী কোন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ?
 (ক) অগ্নি 
 (খ) পৃথ্বী 
 (গ) ব্রহ্মোস 
 (ঘ) বায়ু ।

২। কারাগা মন্দির উৎসব কোথায় পালিত হয়েছে ?
 (ক) হরিয়ানা 
 (খ) দিল্লী 
 (গ) কর্ণাটক 
 (ঘ) কেরালা ।

৩। “জাতিসংঘ চীনা ভাষা দিবস” কবে পালিত হয় ?
(ক) 18 এপ্রিল
(খ) 20 এপ্রিল
(গ) 19 এপ্রিল
(ঘ) 17 এপ্রিল ।

৪। সিনিয়র এশিয়া রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে ?
 (ক) বাংলাদেশ 
 (খ) ইজরায়েল 
 (গ) মঙ্গোলিয়া 
 (ঘ) ভারত ।

৫। কে “বিষের বড়ি” নামে একটি পরিকল্পনা শুরু করেছেন ?
(ক) Facebook
(খ) Twitter
(গ) Google
(ঘ) Whatsapp ।

৬। 83তম সিনিয়র জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে ?

(ক) দিল্লী
(খ) মুম্বাই
(গ) মেঘালয়
(ঘ) পুনে ।

৭। কোন রাজ্য এল-রুট সার্ভার পাওয়ার জন্য দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে ?
(ক) কেরালা
(খ) রাজস্থান
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।

৮। কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কোন ভারতীয় আমেরিকানকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) প্রভা নরসিংহন 
(খ) মঞ্জু সিং
(গ) শান্তি শেঠি
(ঘ) রাহুল ত্রিবেদী ।

৯। ছিন্দওয়াড়ার কমলাকে কি নতুন নাম দেওয়া হয়েছে ?
(ক) নারভান
(খ) কমলম
(গ) সাতপুদা
(ঘ) কোনটিই নয় ।

১০। শিক্ষার গান “ইরাদা কার লিয়া হ্যায় হুমনে” কোথায় মুক্তি পেয়েছে ?
(ক) পাঞ্জাব
(খ) পশ্চিমবঙ্গ
(গ) দিল্লী
(ঘ) হরিয়ানা ।

১১। ONGC দ্বারা পরিচালক (অর্থ) এবং CFO হিসাবে পমিলা জসপালকে নিযুক্ত করা হয়েছে ।
১২। ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম উন্মোচন করা হয়েছে গান্ধীনগরে ।
১৩। প্রযুক্তি কোম্পানি Google , “সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ” চালু করেছে ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো -
Download PDF Click Here

আজকের PDF টি BLACK& WHITE ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Click Here