Latest

Thursday, April 21, 2022

Bengali Bakaron Practice Set - 1 ।। বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেট - ১

 Bengali Bakaron Practice Set - 1 

Bengali Bakaron Practice Set - 1

Bengali Bakaron Practice Set - 1 

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Bengali Bakaron Practice Set - 1 ।। বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেট - ১
বন্ধুরা এতে বাংলা ব্যাকরণের বিশেষ করে ধ্বনি থেকে বেশি প্রশ্ন আছে । দেরি না করে প্র্যাকটিস করে নাও - 

১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?

(ক) ৭ টি 

(খ) ৮ টি  

(গ) ৬টি 

(ঘ) ৯টি

২) বাংলায় কোন স্বরধ্বনিটিকে বর্তমানে বাদ দেওয়া হয়েছে ?

(ক) ৯

(গ) ঐ 

(খ) ঋ 

(ঘ) এ

৩) বাংলায় কোন নতুন স্বরধ্বনি সংযোজিত হয়েছে ?

(ক) অ্যা 

(খ) আ  

(গ) এ  

(ঘ) ই

৪) ধ্বনি কয় প্রকার ?

(ক) ২ 

(খ) ৪  

(গ) ৫ 

(ঘ) ৭

৫) অযোগবাহ বর্ণ কোন দুটি-

(ক) ং , ঃ  

(খ) ক , খ 

(গ) অ , আ 

(ঘ)  ৎ , ত

৬) পরাশ্রয়ী বর্ণ কোন তিনটি ?

(ক) ং , ঃ , ঁ 

(খ) অ , আ , ই  

(গ) ত , থ , দ

৭) কণ্ঠস্বর কোন দুটি ?

(ক) উ , ঊ 

(খ) ই , ঈ 

(গ) অ, আ  

(ঘ) চ , ছ    

৮) ওষ্ঠস্বর কোন দুটি ?

(ক) আ , এ 

(খ) উ, ঊ 

(গ) ব , ভ 

(ঘ) দ ,ধ

৯) ‘আ’ কি ধরনের স্বরধ্বনি -

(ক) বর্তুল  

(খ) হ্রস্ব 

(গ) কেন্দ্রীয়  

(ঘ) সংবৃত ।

১০) উচ্চারন স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ?

(ক) ৭  

(খ)    

(গ)    

(ঘ) ১০  ভাগে।

১১) স্পর্শ ধ্বনি কোন গুলি ?

(ক) ‘ক’ থেকে ‘ম’

(খ) ‘খ’ থেকে ‘য’

(গ) ‘গ’ থেকে ‘র’  

(ঘ) ‘ঘ’  থেকে ‘ল’ - পর্যন্ত ২৫ টি ব্যঞ্জন ধ্বনি।

১২) অল্পপ্রান ধ্বনি কোনটি -

(ক) ছ  

(খ) র  

(গ) ঘ  

(ঘ) গ ।

১৩) যৌগিকস্বর কোন দুটি ?

(ক) ঐ , ঔ  

(খ) ক ,খ

(গ) ব , ভ

(ঘ) অ , আ

১৪) একটি প্লুতস্বরের উদাহরণ দাও ।

(ক)  হে-এ-এ  

(খ) ওই 

(গ) ওহে 

(ঘ) এখানে এসো

১৫) পূর্ণ মাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি?

(ক) ২৬ টি 

(খ) ২৭ টি 

(গ) ২৮ টি 

(ঘ) ২৫ টি ।

 

উত্তরঃ-

১। (ক) ৭ টি        ২। (ক) ৯

৩। (ক) অ্যা         ৪। (ক) ২  

৫। (ক) ং , ঃ     ৬। (ক) ং , ঃ , ঁ

৭। (গ) অ, আ       ৮। (খ) উ, ঊ 

৯। (গ) কেন্দ্রীয়      ১০। (ক) ৭  

১১। (ক) 'ক’ থেকে ‘ম’

১২। (ঘ)             ১৩। (ক) ঐ , ঔ

১৪। (ক)  হে-এ-এ   ১৫। (ক) ২৬ টি 


আজকের বিষয়টি PDF ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিল করো - Download PDF Here