Latest

Sunday, February 27, 2022

Life Science GK Bengali PDF Part - 27 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৭

 Life Science GK Bengali PDF Part - 27

Life Science GK Bengali PDF Part - 27
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 27 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২৭ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের রেচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali rechon

442. ক্রিয়েটিন ও গ্লুকোজের মধ্যে কোনটি মূত্রের অস্বাভাবিক উপাদান ?

উঃ- গ্লুকোজ।

443. প্রাণীদের সর্বাপেক্ষা সহজ উপায়ে কিভাবে রেচন হয় ?

উঃ- ব্যাপন প্রক্রিয়ায়।

444. চিংড়ির রেচন অঙ্গ সবুজ গ্রন্থি কি নামে পরিচিত ?

উঃ- শুঙ্গগ্রন্থি বা অ্যান্টিনারী গ্রন্থি।

445. গ্লোমেরুলাস বেষ্টনকারী নেফ্রনের অংশটির নাম কি ?

উঃ- বাওম্যানস ক্যাপসুল।

446. সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে কি বলে ?

উঃ- সিবাম।

447. মানুষের মূত্রে যে প্রধান নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ দেখা যায় তার নাম কি ?

উঃ- ইউরিয়া।

448. মানুষসহ মেরুদন্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি ?

উঃ- বৃক্ক।

449. মানব বৃক্ক কী ধরনের ?

উঃ- মেটানেফ্রনস্ প্রকৃতির।

450. মানুষের বৃক্কের আকার কেমন ?

উঃ- শিম বীজের মত।

451. বৃক্কের যে অবতল খাঁজে গবিনী যুক্ত থাকে তাকে কি বলে ?

উঃ- হাইলাম

452. বৃক্কের আবরণীকে কি বলে ?

উঃ- রেনাল ক্যাপসুল।

453. বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কী ?

উঃ- নেফ্রন।

454. মানুষের দেহে অবস্থিত রেচন অঙ্গ গুলি কী কী?

উঃ- মানুষের প্রধান রেচন অঙ্গ হল একজোড়া বৃক্ক। এছাড়া ফুসফুস, ত্বক, যকৃৎ, লালাগ্রন্থি ও বৃহদন্ত্র রেচনে সাহায্য করে।

455. মূত্র কোথায় উৎপন্ন হয় ?

উঃ- বৃক্কে।

456. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?

উঃ- প্রায় দশ লক্ষ।

457. মূত্র কোথায় সাময়িকভাবে সঞ্চিত থাকে

উঃ- মূত্রাশয়ে।

458. বৃক্ক থেকে মূত্র কীসের মাধ্যমে মূত্রাশয়ে আসে ?

উঃ- গবিনীর মাধ্যমে।

459. বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম কি ?

উঃ- ADH (অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন)।

460. সরীসৃপ ও পাখি কিভাবে মূত্র ত্যাগ করে ?

উঃ- মলের সঙ্গে মূত্র ত্যাগ করে।

461. একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যহ কি পরিমান মূত্র ত্যাগ করে ?

উঃ-  ১ থেকে ১.৫ লিটার।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here