Latest

Friday, February 11, 2022

Life Science GK Bengali PDF Part - 11 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১১

 Life Science GK Bengali PDF Part - 11

Life Science GK Bengali PDF Part - 11
Life Science GK Bengali PDF

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 11 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১১ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

51. একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনে ?

উঃ- মাইটোসিস কোষ বিভাজনে।

52. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনে ?

উঃ- মিয়োসিস কোষ বিভাজনে।

53. হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও ?

উঃ- জনন কোষ ( শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি)।

54. ডিপ্লয়েড কোষ কোনগুলি ?

উঃ- বহুকোষী প্রাণীর দেহকোষ, উদ্ভিদের ভাজক কলার কোষ প্রভৃতি হল ডিপ্লয়েড কোষ।

55. ট্রিপ্লয়েড কোষের উদাহরণ দাও ?

উঃ- শস্য নিউক্লিয়াস (3n)

56. উদ্ভিদের ভাজক কলায় কী ধরনের কোষ বিভাজন দেখা যায় ?

উঃ- মাইটোসিস কোষ বিভাজন।

57. ক্রোমোজোমের কোন্ অংশে বেমতন্তু সংযুক্ত থাকে ?

উঃ- সেন্ট্রোমিয়ার অংশে।

58. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে ?

উঃ- টেলোফেজ দশায়।

59. অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম কী ?

উঃ- ঈস্ট।

60. অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় এমন একটি প্রাণীর নাম কী ?

উঃ- অ্যামিবা।

61. প্রাণীদের স্নায়ুকোষে কোষ বিভাজন হয় না কেন ?

উঃ- স্নায়ু কোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ার কারণে।

62. কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় জালক ক্রোমোজোমে রূপান্তরিত হয় ?

উঃ- প্রোফেজ দশায়।

63. নিউক্লিয়াসে DNA সংশ্লেষিত হয় কোন সময়ে ?

উঃ- ইন্টারফেজ দশায়।

64. কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াস বিলুপ্ত হয় ?

উঃ- মেটাফেজ দশার শুরুতে।

65. নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে ?

উঃ- ক্যারিওকাইনেসিস।

66. সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে কি বলে ?

উঃ- সাইটোকাইনেসিস।

67. ক্রসিং ওভার কোন প্রকার কোষ বিভাজনে দেখা যায় ?

উঃ- মিয়োসিস কোষ বিভাজনে।

68. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত ?

উঃ- 23 জোড়া বা 46 টি।

69. DNA-এর দ্বিতন্ত্রী মডেলের আবিষ্কারক কারা ?

উঃ- ওয়াটসন ও ক্রিক।

70. DNA- তে কোন অ্যাসিড থাকে ?

উঃ- ফসফরিক অ্যাসিড।

71. DNA RNA - তে উপস্থিত একটি সাধারণ ক্ষারের নাম কী ?

উঃ- অ্যাডিনিন।

72. ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিনকে কি বলে ?

উঃ- হিস্টোন প্রোটিন।

73. কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায় ?

উঃ- মেটাফেজ দশায়।

74. কোষ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমের আকার স্পষ্টভাবে বোঝা যায় ?

উঃ- মেটাফেজ দশায়।

75. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে ?

উঃ- টেলোসেন্ট্রিক ক্রোমোজোম।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here