Latest

Monday, January 31, 2022

Histrory General Knowladge Part - 28 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২৮ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 28

Histrory General Knowladge Part - 28
Histrory General Knowladge


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 28 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২৮ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৫৯০  চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- ষষ্ঠ বিক্রমাদিত্য।

৫৯১। ‘দশকুমারচরিত’ কার লেখা ?

উঃ- দন্ডিন।

৫৯২। কার আমলে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন ?

উঃ- দ্বিতীয় মহীপালের ।

৫৯৩। গঙ্গোইকন্ডো কার উপাধি ?

উঃ- প্রথম রাজেন্দ্র চোলের।

৫৯৪। মান্দাশোরলিপি কে খোদাই করেন ?

উঃ- যশোধর্মন।

৫৯৫। ‘রাজপুর যুগ’ কোন সময়কে বলা হয় ?

উঃ- ৬৪৭-১১৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৫৯৬। শোলাঙ্কি কি ?

উঃ- রাজপুত গোষ্ঠী।

৫৯৭। শশাঙ্কের আগে বাংলার কোন গুপ্তরাজা রাজত্ব করতেন ?

উঃ- মহাসেন গুপ্ত।

৫৯৮। চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ?

উঃ- প্রথম কুলোতুঙ্গ ।

৫৯৯। প্রথম মহেন্দ্রবর্মনের লেখা একটি নাটকের নাম উল্লেখ করো।

উঃ- ‘মত্তবিলাস প্রহসন’।

৬০০। ‘মত্তবিলাস প্রহসন’ নাটকটি কোন ভাষায় লেখা ?

উঃ- সংস্কৃত ভাষায়।

৬০১। ‘পল্লবমল্ল’ কাকে বলা হয়?

উঃ- মহেন্দ্রবর্মনকে।

৬০২। চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?

উঃ- বীররাজেন্দ্র চোল।

৬০৩। চোল বংশের উচ্ছেদ কে ঘটায় ?

উঃ- মালিক কাফুর।

৬০৪। মালিক কাফুর কবে চোল বংশের উচ্ছেদ ঘটায় ?

উঃ- ১৩১০ খ্রিস্টাব্দে।

৬০৫। কুটুম্বিন কাদের বলা হয় ?

উঃ- রাষ্ট্রকূটদের।

৬০৬। কোন যুদ্ধে প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশিকে পরাজিত ও নিহত করেন ?

উঃ- মণিমঙ্গলমের যুদ্ধে।

৬০৭। ‘মণিমঙ্গলম’ যুদ্ধ কবে হয় ?

উঃ- ৬৪২ খ্রিস্টাব্দে।

৬০৮। কীর্তিমানকে ?

উঃ- প্রথম পুলকেশির পুত্র।

৬০৯। মঙ্গলেশ কে ?

উঃ- প্রথম পুলকেশির পুত্র।

৬১০। বাণভট্ট কাকে গৌড়ভুজঙ্গ বলেছেন ?

উঃ- শশাঙ্ককে।

৬১১। কে শশাঙ্ককে গৌড়াধম বলেছেন ?

উঃ- বাণভট্ট।

৬১২। হরিচন্দ্র কত খ্রিস্টাব্দে প্রতিহার বংশ প্রতিষ্ঠা করেন ?

উঃ- ৭৪০ খ্রিস্টাব্দে।

৬১৩। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- মিহিরভোজ।

৬১৪। প্রাচীন ইতিহাসে কোন ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয় ?

উঃ- গোপাল পালের নির্বাচনকে।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here