Histrory General Knowladge Part - 10
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
উঃ- চীনা পরিব্রাজক।
১৬২। ‘পৃথ্বীরাজচরিত’ কার রচনা ?
উঃ- চাঁদবরদাই-এর রচিত।
১৬৩। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী জানা যায় কোন লিপি থেকে
?
উঃ- ‘এরান’ লিপি থেকে।
১৬৪। ‘সম্পট’ লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায় ?
উঃ- কনিষ্কের।
১৬৫। অলবেরুনি কখন
ভারতে আসেন ?
উঃ- সুলতান মামুদের ভারত আক্রমণকালে।
১৬৬। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ?
উ:- মেহেরগড় সভ্যতা।
১৬৭। ব্রিগেডিয়ার রস কখন খননকার্য চালান ?
উ:- ১৯৩০ খ্রিস্টাব্দে।
১৬৮। মেহেরগড় স্থানটি আবিষ্কার করেন কে ?
উ:- রিচার্ড মিডো ও জন ফ্রাঁসোয়া
জারেজ ।
১৬৯। মেহেরগড় স্থানটি কবে আবিষ্কৃত হয় ?
উ:- ১৯৭৭-৭৮ খ্রিস্টাব্দে।
১৭০। কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে
?
উ:- ‘The rise civilisation in India
and Pakistan’.
১৭১। প্রথম কোথায় কৃষি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে ?
উ:- বালুচিস্তানে।
১৭২। প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্য বহন করে কোন সংস্কৃতি?
উ:- সোয়ান সংস্কৃতি।
১৭৩। কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয় ?
উ:- প্রাচীন প্রস্তর।
১৭৪। কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয় ?
উ:- নব্যপ্রস্তর যুগ।
১৭৫। আনুমানিক কত খ্রীষ্টপূর্বাব্দে প্রাচীন যুগ শেষ হয় ?
উ:- ৮০০০ খ্রিস্ট পূর্বাব্দে।
১৭৬। ভারতে নব্য প্রস্তর যুগের স্থায়িত্বকাল কত
খ্রীষ্টপূর্বাব্দ ?
উ:- ৪০০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দ।
১৭৭। মেহেরগড় সভ্যতায় কৃষির সর্বোচ্চ অগ্রগতি কোন
পর্যায়ে ঘটে ?
উ:- তৃতীয় পর্যায়ে।
১৭৮। হরপ্পা শব্দের অর্থ কি ?
উ:- পশুপতির খাদ্য।
১৭৯। কত পরিমান জায়গা জুড়ে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র
আবিষ্কৃত হয়েছে ?
উ:- ৫০০ একর।
১৮০। মেহেরগড় কোথায় অবস্থিত ?
উ:- বর্তমান পাকিস্তানের
সিন্ধুপ্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও
কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।
১৮১। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন ?
উ:- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
১৮২। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
উ:- সিন্ধু নদের তীরে।
১৮৩। হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উ:- রাভি নদীর তীরে ।
১৮৪। হরপ্পার পোড়া মাটির শীল কোথায় পাওয়া গেছে ?
উ:- মেসোপটেমিয়ায়।
১৮৫। লোথালে আবিষ্কৃত জাহাজঘাটাটি কোন নদীর ওপর অবস্থিত ?
উ:-
ভোগাবর নদীর।