Latest

Wednesday, December 29, 2021

UEFA EURO 2020 || উয়েফা ইউরো ২০২০ || FREE PDF DOWNLOAD

 UEFA EURO 2020


নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম UEFA EURO 2020 || উয়েফা ইউরো ২০২০ || FREE PDF DOWNLOAD

UEFA EURO 2020 PDF, যার মধ্যে উয়েফা ইউরো ২০২০ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের নাম, রানার্স আপ দলের নাম, সেরা ফুটবলার, শীর্ষ গোলদাতা প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে। 

সুতরাং দেরি না করে একনজরে দেখে নাও UEFA EURO 2020 এবং প্রয়োজনে নীচ থেকে এটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

উয়েফা ইউরো ২০২০ 


  • উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৬তম আসরের চূড়ান্ত পর্ব ছিল,  যেখানে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করেছে।
  • এই আসরটি ২০২১ সালের ১১ই জুন হতে ১১ই জুলাই পর্যন্ত ইউরোপের ১১টি দেশের ১১টি শহরে অনুষ্ঠিত হয়েছিল।
  • এই প্রতিযোগিতাটি ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে ২০২০ সালের ১২ই জুন হতে ১২ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে উয়েফা জানিয়েছিল যে, ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতাটি এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হবে।
  • মূলত করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ ইউরোপে দেশগুলোতে সরকারি পরিষেবার উপর চাপ কমাতে এবং দেশীয় লীগ স্থগিতের জন্য সময়সূচীতে স্থান দেওয়ার জন্য এই প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছিল ।
  • ২০২১ সালে অনুষ্ঠিত হলেও এই আসরটি এখনও “উয়েফা ইউরো ২০২০” নামেই অনুষ্ঠিত হয়েছে ।
  • উয়েফার তৎকালীন সভাপতি মিশেল প্লাতিনি বলেছিলেন, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৬০তম জন্মদিন উদযাপনের জন্য এই আসরটি বেশ কয়েকটি দেশে "রোমান্টিক" একবারের আয়োজন হিসাবে আয়োজিত হবে । 
  • এই আসরের ম্যাচগুলো আয়োজনের জন্য প্রত্যেক দেশের অন্যতম সর্বাধিক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম গুলোতে বেছে নেওয়া হয়েছিল; ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামটি এই আসরের একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের পাশাপাশি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনাল ম্যাচের আয়োজন করবে (ইতিপূর্বে ওয়েম্বলি স্টেডিয়ামে ১৯৯৬ সালের চেক প্রজাতন্ত্র এবং জার্মানির মধ্যকার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছে)।
  • এই আসরের উদ্বোধনী ম্যাচটি রোমের স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্বাগতিক ইতালি তুরস্কের মুখোমুখি হয়েছে।
  • মূলত ১৩টি মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পরবর্তীকালে দুই স্বাগতিক দেশকে অপসারণ করা হয়েছিল: ২০১৭ সালের ডিসেম্বর মাসে ব্রাসেল্‌সের ইউরোস্টেডিয়াম নির্মাণের বিলম্বের কারণে ২০২১ সালের এপ্রিল মাসে দর্শকরা উপস্থিত থাকতে পারবেন এমন কোন অনিশ্চয়তার কারণে ডাবলিনকে অপসারণ করা হয়েছিল।
  • স্পেন তাদের আয়োজক শহর বিলবাও থেকে সেভিয়ায় পরিবর্তন করে ম্যাচে দর্শকের উপস্থিতির অনুমতি দিয়েছিল ।

  • উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
  • ফাইনালের অতিরিক্ত সময় শেষে ১–১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে ইতালি ইংল্যান্ডকে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে ১৯৬৮ সালের পর প্রথম, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে ।
  • এই প্রতিযোগিতায় ২৪টি দেশ অংশ গ্রহণ করেছিল । যথা - বেলজিয়াম, ইতালি, রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেন, স্পেন, ফ্রান্স, তুরস্ক, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইডেন, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, জার্মানি, পর্তুগাল, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ওয়েলস, উত্তর মেসিডোনিয়া।

  • UEFA EURO 2020

    • প্রতিযোগী দলঃ                    ২৪টি
    • চ্যাম্পিয়নঃ                         ইতালি
    • রানার্স আপঃ                      ইংল্যান্ড
    • সেমিফাইনালে অংশ গ্রহণকারীঃ     ইতালি, ইংল্যান্ড, স্পেন ও ডেনমার্ক
    • স্টার অফ দ্য ফাইনালঃ             লিওনার্দো বোনুচ্চি [Leonardo Bonucci] 
    • প্রতিযোগিতার সেরা ফুটবলারঃ      জিয়ানলুইগি ডোনারুম্মা [Gianluigi Donnarumma] 
    • সেরা তরুণ প্রতিভাঃ               পেদ্রি [Pedro González López] (স্পেন) ।
    • শীর্ষ গোলদাতাঃ                    ক্রিশ্চিয়ানো রোনাল্ডো [Cristiano Ronaldo] ৫ টি গোল ।
    • সবথেকে বেশি অ্যাসিস্টঃ           স্টিভেন জুবার [Steven Zuber] 
    • ম্যাচঃ                             ৫১
    • গোল সংখ্যাঃ                       ১৪২ (ম্যাচ প্রতি ২.৭৮টি)
    • দর্শক সংখ্যাঃ                       ১০,৯৯,২৭৮ (ম্যাচ প্রতি ২১,৫৫৪ জন)
    • ভেন্যুঃ                             ১১ (১১ টি আয়োজক শহরে) ।

    UEFA EURO 2020 এর PDF টি ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন -  Download PDF Click Here .